যশোরে সাবেক রাজা শাহিনের সম্পদ বাজেয়াপ্ত

জানা যায় শাহিন চাকলাদার নিজেকে যশোরের রাজা বলে দাবি করতো এবং যশোরের সমস্ত সম্পত্তিকে তার নিজের প্রত্যিক সম্পত্তি বলে যার যেখানে ইচ্ছা জোর দখল করে নিত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) যশোরের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ৩০ মার্চ দুদকের তৎকালীন উপ-পরিচালক মঞ্জুর মোর্শেদ শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ ছিল, তিনি ৩৮ লাখ ৩ হাজার ৬৮৫ টাকার সম্পদ গোপন করেছেন, যা দুদকের তদন্তে প্রমাণিত হয়। রায়ে আদালত শাহীন চাকলাদারকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং উক্ত পরিমাণ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।

রায় ঘোষণার সময় শাহীন চাকলাদার আদালতে উপস্থিত ছিলেন না; আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন। উল্লেখ্য, তিনি যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

Post a Comment

thank you

নবীনতর পূর্বতন