জীবনে শখ করে প্রথম মোটরসাইকেল কেনাটাই আসলে সবচেয়ে বড় ভুল। কারণ, প্রথম বাইক কেনার পরই মন চায় আরও আধুনিক ও দামি একটি বাইক কেনার। যখন সেটাও কেনা হয়ে যায়, তখন আকাঙ্ক্ষা জাগে চার চাকার একটি গাড়ির জন্য। একসময় সেটাও হাতে এলে মনে হয়, আরেকটু আধুনিক, আরও বিলাসবহুল গাড়ি থাকলে ভালো হতো। এভাবেই একের পর এক চাহিদা বাড়তে থাকে, আর টাকাগুলো নিছক বিলাসিতার পেছনে খরচ হয়ে যায়। অথচ, যদি প্রথম সেই ছোট্ট শখের বাইকটাই না কেনা হতো, তাহলে পরবর্তী সব আকাঙ্ক্ষাগুলো জন্মই নিত না।
একটি মন্তব্য পোস্ট করুন
thank you