বাঙালি জাতি যেন যুগ যুগ ধরে পরাজিত ও পরাধীন থাকাকেই স্বস্তির মনে করে। ব্রিটিশ আমল থেকে শুরু করে একের পর এক শাসকের গোলামী আমরা স্বেচ্ছায় গ্রহণ করেছি। অথচ আজ, যখন দেশ স্বাধীনভাবে এগিয়ে চলছে, তখনই এক শ্রেণি সুযোগ-সুবিধার দাবিতে উচ্চকণ্ঠ, কিন্তু তারা ভুলে যায়—যাদের ঘুষ দিয়ে চাকরি কিনেছে, সেই পূর্ববর্তী শাসকরাই তাদের প্রতারণা করেছে। বর্তমান সরকারকে দোষারোপ না করে নিজেদের ভুল বুঝতে শিখতে হবে। নইলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আবারও আমরা পরাধীনতার দিকেই হাঁটবো। আসলে, আমরা কি সত্যিই স্বাধীন থাকতে চাই?
একটি মন্তব্য পোস্ট করুন
thank you